রাজনীতিরাজ্য

হঠাৎ দোকানে ঢুকে খুন্তি হাতে রান্না করলেন মমতা

হঠাৎ দোকানে ঢুকে খুন্তি হাতে রান্না করলেন মমতা - West Bengal News 24

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা ও পদযাত্রায় অংশ নিতে বীরভূমের (birbhum) বোলপুরে গিয়েছিলেন। কলকাতা ফেরার পথে হঠাৎ করেই আদিবাসী গ্রামে ঢুকে পড়েন তিনি। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। সেখানেই এক চায়ের দোকানে দাঁড়ান তিনি।

চায়ের দোকানির কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কী রান্না হচ্ছে? তারপর নিজেই খুন্তি হাতে আলু বরবটির তরকারি রান্না করতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর এই হঠাৎ সফরে হইচই শুরু হয়ে যায় গ্রামজুড়ে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী মমতার জীবন ও নেতৃত্ব নিয়ে পিএইচডি

হঠাৎ মমতার আদিবাসী গ্রাম সফর নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বোলপুরের শান্তিনিকেতনে প্রচারে এসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে আদিবাসী বাড়িতে খেয়ে ভোট রাজনীতি করছেন। তেমনই মুখ্যমন্ত্রীর এই সফরও রাজনীতিরই অংশ। বীরভূমের আদিবাসী ভোট ব্যাংককে টার্গেট করেছে তৃণমূল। তাদের সমর্থন পেতে ‘আমি তোমাদেরই লোক’ এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন ::

Back to top button