Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
হলিউড

তিন সন্তানের তিন বাবা, যা জানালেন অভিনেত্রী

তিন সন্তানের তিন বাবা, যা জানালেন অভিনেত্রী - West Bengal News 24

নিজের তিন সন্তানের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন তিন পুরুষের ঔরসজাত বলে জানালেন জনপ্রিয়া মার্কিন অভিনেত্রী, মডেল এবং লেখিকা কেট হাডসন। গত রোববার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন তিনি। আজ বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলছিলেন কেট। আলোচনা যখন পরিবারের বিষয়টি উঠে আসে তখন তিনি জানান, তার সন্তানদের সবার বাবা আলাদা আলাদা। কেট আরও বলেন, ‘আমার সন্তানদের অনেক বাবা, আমি তাদের প্রত্যেকের কাছেই সন্তান পেয়েছি। আমি এটা (ভিন্ন ভিন্ন পুরুষের ঔরস থেকে সন্তান) ভালোবাসি।’

আরও পড়ুন : কোহালিদের সঙ্গে খেলতে চান সানি লিওন!

৪১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো আমার পরিবার এবং অবশ্যই সন্তানরা। এদের বাইরে যেকোনো কিছুই আমার কাছে ততটা গুরুত্ববহন করে না। ওরা ভিন্ন ভিন্ন বাবার সন্তান হলেও নিজেদের মধ্যে ভালো সম্পর্ক ওদের। এটা নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি বরং এটা চমৎকার বিষয়।’

প্রতিবেদনে বলা হয়, কেট জানান, তার বড় ছেলের রেডারের (১৭) বাবা তার প্রাক্তন স্বামী চেরিস জনসন। মেজো ছেলে বিংহ্যামের (৯) বাবা তার সাবেক বাকদত্তা ম্যাট বেল্ল্যামি এবং তার সবশেষ কন্যা রেনি রোজের (২) বাবা হলেন বর্তমান সঙ্গী ড্যানি ফুজিকাওয়ার।

ব্যক্তিগত জীবনে বারবার বিচ্ছেদের বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘সম্পর্কগুলো বহমান, আপনি চাইলেও একে আটকাতে পারবেন না। বাস্তবতাকে মেনে নিয়ে পুনঃরায় আপনাকে শুরু করতে হবে। এটাকে আমি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখি।’

আরও পড়ুন ::

Back to top button