Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিচিত্রতা

সৈকতে ভেসে এল রহস্যময় প্রাণী

সৈকতে ভেসে এল রহস্যময় প্রাণী - West Bengal News 24

যুক্তরাজ্যের ব্রড হ্যাভেন সাউথ বিচে ২৩ ফুটেরও বেশি লম্বা একটি প্রাণীর মৃত দেহ ভেসে আসে। এখন পর্যন্ত প্রাণীটির পরিচয় জানা যায়নি। তবে প্রাণীটির দেহ থেকে নমুনা নিয়ে বিজ্ঞানীদের কাছে পাঠানোর কাজ চলছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের ওয়েলসের পেমব্রকশায়ারের সাগর উপকূলে প্রথম বারের মতো এই ধরনের রহস্যমইয় প্রাণীর দেখা মেলে।

যুক্তরাজ্যের মেরিন এনভায়রনমেন্টাল মনিটরিং নামের একটি সংস্থা প্রাণীটির ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, প্রাণীটির কোনো মাথা নেই এবং সেটির দেহের অধিকাংশে পচন ধরেছে। প্রাণীটিকে প্রথমে একটি তিমি মনে করা হয়েছিল। যদিও বিশেষজ্ঞরা প্রথমবার পরিদর্শনের পরই তা নাকচ করে দেন।

সৈকতে ভেসে এল রহস্যময় প্রাণী - West Bengal News 24

বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো তিমি নয়। বরং একে একটি বড় আকারের সামুদ্রিক মাছ বলে মনে হচ্ছে।

স্থানীয় প্রাণীবিষয়ক কর্মকর্তা ম্যাথু ওয়েস্টফিল্ড জানিয়েছেন, প্রাণীটির মেরুদ-ই লম্বায় প্রায় ২৩ ফুট। কিন্তু অতিমাত্রায় পচে যাওয়ায় প্রাণীটিকে চেনাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটি একটি বাস্কিং শার্ক হতে পারে। তবে তা নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে বলেন জানান ম্যাথু ওয়েস্টফিল্ড।

আরও পড়ুন ::

Back to top button