Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

ভোটের ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, প্রতি পরিবারকে মাসে ৫,৭০০ টাকা করে দেওয়ার আশ্বাস

ভোটের ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, প্রতি পরিবারকে মাসে ৫,৭০০ টাকা করে দেওয়ার আশ্বাস - West Bengal News 24

এছাড়া নারী সুরক্ষা, রাজ্যে আইনের শাসন প্রণয়ন, রাজ্যে নতুন শিল্পস্থাপনসহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইসতেহারে।

ভোটের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। আজ বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেখানে ৮টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশের সময় অধীর বলেন, ‘২০২১-এ যা প্রতিযোগিতা, তা ২০১৬-য় দেখিনি। টিকিটের এমন চাহিদা অকল্পনীয়। বোঝা যাচ্ছে কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল। যাঁরা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন।’

আরও পড়ুন: দিদিকে প্রশ্ন করলেই ক্ষুব্ধ হন, উনি আমার চেহারা পছন্দ করেন না: মোদি

ইস্তেহারে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৫,৭০০ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য চাকরির ব্যবস্থা ও যতদিন না চাকরির ব্যবস্থা হচ্ছে ততদিন মাসে ৫,০০০ টাকা করে ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া নারী সুরক্ষা, রাজ্যে আইনের শাসন প্রণয়ন, রাজ্যে নতুন শিল্পস্থাপনসহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইসতেহারে।

এদিন ইসতেহার প্রকাশ করে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন অধীর। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে বাঙালিকে কাঙালি বানিয়েছেন। বিজেপির ইসতেহার নিয়ে তাঁর প্রতিক্রিয়া, গত ২টি লোকসভা নির্বাচনে বিজেপির ইসতেহারে যা প্রতিশ্রুতি ছিল তার কতটা পূরণ হয়েছে?

 

 

 

আরও পড়ুন ::

Back to top button