Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

এখন Whatsapp-এ ডিলিট করা মেসেজ পড়া খুব সহজ, জেনে নিন সেই উপায়

How To Read Deleted WhatsApp Messages For Android Users | এখন Whatsapp-এ ডিলিট করা মেসেজ পড়া খুব সহজ, জেনে নিন সেই উপায় - West Bengal News 24

Whatsapp-এ মেসেজ ডিলিট করার সময়ে দুটি অপশন আসে। একটি হচ্ছে ডিলিট ফর মি। আরেকটা ডিলিট ফর এভারিওয়ান। দ্বিতীয়টি সিলেক্ট করলেই মেসেজ সম্পূর্ণ ডিলিট হয়ে যায়। যিনি পাঠিয়েছেন এবং প্রাপক- দুজনেই মেসেজটি আর দেখতে পারেন না।

কিন্তু এই ডিলিট করার মেসেজ দেখারও রয়েছে সহজ ট্রিক। এর জন্য ইনস্টল করতে হবে একটি বিশেষ অ্যাপ।

WhatsRemoved +

How To Read Deleted WhatsApp Messages For Android Users | এখন Whatsapp-এ ডিলিট করা মেসেজ পড়া খুব সহজ, জেনে নিন সেই উপায় - West Bengal News 24
হোয়াটসরিমুভড প্লাস WhatsRemoved +

WhatsRemoved + নামের এই অ্যাপের মাধ্যমেই দেখতে পারবেন ডিলিট ফর অল করা মেসেজও। Google Play Store থেকে মিলবে এই অ্যাপ। তবে অ্যাপেলের অ্যাপ স্টোরে এটি নেই। অর্থাত্ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ট্রিকটি কাজে লাগাতে পারবেন।

Play Store থেকে WhatsRemoved + ডাউনলোড করে ইনস্টল করুন। মাত্র 4.90 MB সাইজ। তাই বেশি ডেটা বা মেমরি স্পেস-ও লাগবে না।

এরপর অ্যাপের ভিতরেই বিভিন্ন অপশন পাবেন। ফাইল- অর্থাত্ ছবি, ডকুমেন্ট, ভয়েস মেসেজ ডিলিটের আগেই সেভ হয়ে থাকবে কিনা, সেই অপশন পাবেন।

আর এই অ্যাপের মাধ্যমেই কারও প্রেরিত ও আপনার দেখার আগেই ডিলিট করে দেওয়া মেসেজ দেখে নিতে পারবেন।

আরও পড়ুন ::

Back to top button