জাতীয়

কোভিড বিধি মেনে খুলছে অযোধ্যার সব মন্দির, প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা

কোভিড বিধি মেনে খুলছে অযোধ্যার সব মন্দির, প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা - West Bengal News 24

দেশে করোনা সংক্রমণ কিছুটা কমের দিকে। তবে মিলছেনা এখন ও টিকা। নেই অক্সিজেন। এদিকে হাসপাতালে বেডের সমস্যা দেখা দিচ্ছে। তবে এমত অবস্থায় আগামী ১ জুন থেকে খুলে দেওয়া হবে অযোধ্যার সব মন্দির।

দর্শনার্থীরা সেখানে প্রবেশ করতে পারবে। যদিও করোনা বিধি মেনেই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। কড়া নির্দেশ জারি করল উত্তরপ্রদেশের সরকার। মন্দিরে প্রবেশ করতে গেলে অবশ্যই মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

এছাড়া মন্দিরে ৫ জন করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। এদিকে সোমবার উত্তরপ্রদেশের যোগী সরকার ৬ জেলায় কারফিউ নির্দেশিকায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে মন্দির খোলা হলেও সমস্ত করোনা বিধি মেনেই প্রবেশ করা যাবে। এমনটাই জানালেন যোগী সরকার।

সুত্র : ক্যালকাটা নিউজ

আরও পড়ুন ::

Back to top button