জাতীয়

আজ ১৪৮ বছর পরে শনি জয়ন্তীতে সূর্যগ্রহণ

মলয় দে

আজ ১৪৮ বছর পরে শনি জয়ন্তীতে সূর্যগ্রহণ - West Bengal News 24

বাংলা ক্যালেন্ডার অনুসারে জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষে, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আজ 10 জুন হবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। পঞ্জিকা অনুসারে ওই একই দিনে রয়েছে শনি জয়ন্তী। সূর্য ও শনির মহাজাগতিক যুগলবন্দি ঘটেছে।

জ্যোতির্বিজ্ঞান মতে এটা কখনোই বিশ্বাস যোগ্য না হলেও পুরাণের গল্প অনুসারে শনি জয়ন্তী কর্মফলের দেবতা শনির জন্মতিথি বলে মনে করা হয়। সেদিন বার্ষিক সূর্যগ্রহণে চাঁদের ছায়ায় সূর্যের ৯০ শতাংশ ঢাকা পড়বে। কোনও কোনও স্থান থেকে সেদিন রিং অফ ফায়ার দেখা যাবে।

এদেশে উত্তর-পূর্ব ভারত ও জম্মু-কাশ্মীরের সামান্য অংশ থেকে সূর্যগ্রহণ দেখা যায়। তাই গ্রহণের দৃশ্য গোটা দেশে কার্যকরী হয় নি।বৃষ রাশি ও মৃগশিরা নক্ষত্রপুঞ্জে ঘটে এই গ্রহণ। ১৪৮ বছর পর শনি জয়ন্তীতে আজকের এই সূর্যগ্রহণ হয়।

আরও পড়ুন ::

Back to top button