জাতীয়

সরকারি হাসপাতালে রোগীর গাল খাবলে দিল ইঁদুর, মৃত যুবক

সরকারি হাসপাতালে রোগীর গাল খাবলে দিল ইঁদুর, মৃত যুবক - West Bengal News 24
ছবি আইএএনএস

গুরুতর অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল যুবক। আইসিইউ-তে চিকিত্‍সার সময়েই ইঁদুরে কামড়ায় তাঁকে। শেষ পর্যন্ত মৃত্যু হল ২৪ বছরের সেই যুবকের। মুম্বইয়ের ঘাটকোপারের এক সরকারি হাসপাতালে। বৃহন্মুম্বই পুরসভা নিশ্চিত করেছে তাঁর মৃত্যুর খবর।

অতিরিক্ত মদ্যপানের ফলে যুবকের লিভারে সমস্যা হয়েছে। মুম্বইয়ের রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বেশ আশঙ্কাজনক অবস্থায়। আইসিইউ-তে চিকিত্‍সা চলছিল তাঁর। মঙ্গলবার রোগীর এক আত্মীয় অভিযোগ করেন, যুবকের চোখের নীচে কামড়েছে ইঁদুর। তদন্তের নির্দেশ দেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেড়নেকার।

হাসপাতাল কর্তৃপক্ষও স্বীকার করে নেয় ইঁদুরের কামড়ের কথা। তবে বলে, যুবকের চোখে কোনও ক্ষতি হয়নি। হাসপাতালে ইঁদুর তাড়াতে জরুরি পদক্ষেপ করা হবে বলে জানান ডিন ডা.‌ বিদ্যা ঠাকুর।

এই নিয়ে শিবসেনার নিয়ন্ত্রণাধীন বৃহন্মুম্বই পুরসভাকে একহাত নিয়েছে বিজেপি সাংসদ মনোজ কোটাক। উত্তর-পূর্ব মুম্বইয়ের এই সাংসদ জানালেন, এশিয়ার বৃহত্তম পুরসভা বিএমসি। অথচ রোগীদের ইঁদুর থেকে বাঁচানোর ব্যবস্থা তাদের নেই।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button