জাতীয়

সেপ্টেম্বরেই দেশে শিশুদের টিকাকরণ শুরু : এইমস প্রধান রণদীপ গুলেরিয়া

Randeep Guleria : সেপ্টেম্বরেই দেশে শিশুদের টিকাকরণ শুরু : এইমস প্রধান রণদীপ গুলেরিয়া - West Bengal News 24

সেপ্টেম্বরের মধ্যেই দেশে শিশুদের টিকাকরণ শুরু হয়ে যেতে পারে, জানালেন দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তাঁর মতে, সংক্রমণের চেন ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে শিশুদের টিকাকরণ।

আজ শনিবার সকালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গুলেরিয়া বললেন, ‘আমার মনে হয় জাইডাস ইতিমধ্যেই তাদের ট্রায়াল সম্পূর্ণ করেছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়ালও আগস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। ততদিনে অনুমোদনও পাওয়া যাবে। ফাইজারের টিকা ইতিমধ্যেই এফডিএ-র অনুমোদন পেয়ে গেছে।

আশা করা যায়, সেপ্টেম্বরের মধ্যে শিশুদের টিকা দেওয়া শুরু করতে পারব। সংক্রমণের চেন ভাঙতে সেটা হবে বড় দাওয়াই।’ এ পর্যন্ত ভারতে মোট ৪২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় ৬ শতাংশ জনসংখ্যা টিকাপ্রাপ্ত হয়েছে।

কেন্দ্রের আশা এ বছরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাকরণ করা যাবে। তবে, শিশুদের জন্য কোনও টিকাই এখনও ছাড়পত্র পায়নি। এদিকে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, বলছেন বিশেষজ্ঞেরা। শুক্রবার, মার্কিন সংস্থা মডার্নার টিকা অনুমোদন পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button