Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

রিকশাওয়ালার ছেলে হলেন আইআইটি ইঞ্জিনিয়ার, কৃতিত্ব এই পুলিশ কর্তার

রিকশাওয়ালার ছেলে হলেন আইআইটি ইঞ্জিনিয়ার, কৃতিত্ব এই পুলিশ কর্তার - West Bengal News 24

বাবা রিকশা চালাতেন। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার অবস্থা। সেখানে উচ্চশিক্ষা, জয়েন্ট, এসব ছিল স্বপ্ন। তবু সেই স্বপ্ন দেখতেন শুভম। তবু স্বপ্ন দেখতেন, তিনিও পড়বেন আইআইটি-তে। তিনিও হবেন ইঞ্জিনিয়ার। এসব কিছুই পূরণ হত না, যদি না দেখা হত সেই দেবদূতের সঙ্গে। বিহারের প্রাক্তন ডিজিপি অভয়ানন্দ।

শুভম কুমারের বাবা রামচন্দ্র প্রসাদ গয়ায় রিকশা চালাতেন। কোনওমতে সংসার চলত। এই পরিস্থিতিতে ছেলেকে জয়েন্টের টিউশন পড়ানোর ক্ষমতা ছিল না তাঁর। সংসার চালাতে শুভম নিজেও দোকানে কাজ করতেন। নিজের রোজগারের টাকায় পড়াশোনার খরচও জোগাতেন।

বিহারে তখন ডিজিপি অভয়ানন্দ। রাজ্যের আইনশৃঙ্খলা দেখার ফাঁকে অবসর সময়ে তিনি আইআইটি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্লাস নিতেন। মূলত অভাবী ছাত্রদের কোচিং করাতেন তিনি। সেখানেই ভর্তি হন শুভম। ২০১৩ সালে আইআইটি-জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল হন শুভম। ওবিসি ক্যাটেগরিতে। সেই শুভম আজ ইঞ্জিনিয়ার। আর নিজের এই সাফল্যের কৃতিত্ব তিনি দেন অভয়ানন্দকে।

রিকশাওয়ালার ছেলে হলেন আইআইটি ইঞ্জিনিয়ার, কৃতিত্ব এই পুলিশ কর্তার - West Bengal News 24

বিহারের দরিদ্র পরিবারের বাছাই করা ছাত্রদের নিয়ে সুপার ৩০ ক্লাস চালু করেছিলেন আনন্দ কুমার। সেই নিয়ে বলিউডে ছবিও হয়েছে। অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন। আনন্দ কুমারের সেই ক্লাসের নেপথ্যেও রয়েছেন এই অভয়ানন্দ।

রিকশাওয়ালার ছেলে হলেন আইআইটি ইঞ্জিনিয়ার, কৃতিত্ব এই পুলিশ কর্তার - West Bengal News 24

পাটনা সায়েন্স কলেজের ছাত্র অভয়ানন্দ ১৯৭৭ সালে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন। ২০১১ সালে তিনি বিহারের ডিজিপি হিসাবে শপথ নেন। তাঁর বাবা জগদানন্দও ১৯৮৫ সালে বিহারের ডিজিপি ছিলেন।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button