নদীয়া

টাকার বিনিময়ে বেশি নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল

মলয় দে

টাকার বিনিময়ে বেশি নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল - West Bengal News 24

পয়সার বিনিময়ে কিছু ছাত্রের নম্বর বাড়ানো হয়েছে অভিযোগ তুলে নম্বর কম পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালো কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পুলিশ ঢোকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, এবছর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর কয়েকজন ছাত্রছাত্রী বাদে অধিকাংশের মার্কস ৭০ শতাংশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, তারা এতো কম নম্বর পাওয়ার মতো নয়।

কেননা, একাদশ শ্রেণির পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণিতে মার্কস দেওয়া হয়েছে। যা সঠিক নয় বলেই ছাত্রছাত্রীদের দাবি। অভিযোগ, অর্থের বিনিময়ে কিছু সাধারণ মানের ছাত্রের নম্বর বাড়িয়েছে। এ বিষয়ে কথা বলতে সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্কুলে আসেন।

কিন্তু শিক্ষক-শিক্ষিকা বা প্রিন্সিপ্যাল কেউই বিক্ষোভের সময় স্কুলে আসেননি। স্কুল কর্তৃপক্ষ কোনও সহযোগিতাই করছে না বলে অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের।

যদিও দেরি স্কুলে আসেন প্রিন্সিপ্যাল। তিনি জানান, অভিযোগ ভিত্তিহীন। বোর্ডের নির্দেশ ও সিদ্ধান্ত অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের।

আরও পড়ুন ::

Back to top button