খেলা

এক সময় জাতীয় স্তরে জিতেছেন সোনা, বর্তমানে পার্কিংয়ের কাজ করছেন সোনা জয়ী ভারতীয় মহিলা বক্সার

এক সময় জাতীয় স্তরে জিতেছেন সোনা, বর্তমানে পার্কিংয়ের কাজ করছেন সোনা জয়ী ভারতীয় মহিলা বক্সার - West Bengal News 24

টোকিও অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। যারা পদক জিতেছেন তারা অর্থ, অভিনন্দনের জোয়ারে ভাসছেন। যারা পারছেন না তাদের সমালোচনা হচ্ছে।

টোকিও অলিম্পিকের মাঝে দেশের তথাকথিত ছোট খেলা নিয়ে সংবাদমাধ্যমে বড় খবর হচ্ছে। এরই মাঝে দেশের ছোট খেলায় খেলোয়াড়দের আসল চিত্র সামনে এল।

রীতু নামের এক তরুণী বক্সার যিনি জাতীয়স্তরে বক্সিং টুর্নামেন্টে পদক জিতেছেন, তাঁকেই অর্থাভাবে চণ্ডীগড়ে এখন পার্কিংয়ের টিকিট বিক্রি করে সংসার চালাতে হচ্ছে।

খেলা ছেড়ে রীতু নামের ১৯ বছরের বক্সার এখন ব্যস্ত পার্কিংয়ের টিকিট দেওয়ার কাজে। বাবার শরীর খারাপের কারণেই তাঁকে এই কাজ করতে হচ্ছে বলে রীতু জানান।

আরও পড়ুন ::

Back to top button