রাজ্য

রবীন্দ্রনাথ কালো ছিলেন বলে মা কোলে নিতেন না, বিতর্কিত মন্তব্য সুভাষ সরকারের

রবীন্দ্রনাথ কালো ছিলেন বলে মা কোলে নিতেন না, বিতর্কিত মন্তব্য সুভাষ সরকারের - West Bengal News 24

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন তাই কেউ কোলে নিত না। এদিন ঠিক এই দাবি করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এদিন বিশ্বভারতীতে গিয়ে সুভাষ বাবু বলেছেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে চেহারাগুলো যদিদেখা যায়, সকলের গায়ের রং ধবধবে ফর্সা ছিল।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও গায়ের রং সত্যিকারের ফর্সা ছিল। কিন্তু ফর্সা সাধারণত দুই প্রকারের হয়। এক জন দেখবেন টকটকে হলুদ। আর এক জন লোক হচ্ছে ফর্সার মধ্যে একটু লাল ভাব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং দ্বিতীয় ধরনের। তাঁর মা এবং বাড়ির অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে তাঁকে কোলে নিতেন না। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের হয়ে বিশ্ববিজয় করেছেন।’

আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৪৬ জন, মৃত্যু শূন্য কলকাতায়

এদিন বিশ্বভারতীতে বিতর্ক উস্কে দিয়ে ফের বিজেপি মন্ত্রী ও নেতাদের নিয়ে সরকারি অনুষ্ঠান করেন উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিজেপি-র জেলা সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। জাতীয় শিক্ষানীতি ও আলাপচারিতা এবং সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে। আর সেখানে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

তিনি আরও জানিয়েছেন, ‘রবি ঠাকুরের বাড়ির ঘড়িতে দম দেওয়ার জন্য এক জন ব্যক্তি নিযুক্ত থাকত। যদি তাঁর জীবন চর্চা আমরা দেখি, ভিন্ন ভিন্ন সময়ে, বড় নৌকায় যাচ্ছেন, লঞ্চে যাচ্ছেন সঙ্গে গাড়িতে ট্রাঙ্ক ট্রাঙ্ক বই। চলতে ফিরতে যা দেখছেন সাহিত্য এবং বিজ্ঞান মিলিয়ে তাঁর কবিতা এবং সঙ্গীত।’

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button