নদীয়া

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ

মলয় দে

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ - West Bengal News 24

কন্যাশ্রী এখন বিশ্বশ্রী, রুপশ্রী সবুজ সাথী এবং অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্প মানুষের দুয়ারে, এবার বাংলার নারীদের লড়াইয়ের সঙ্গী “লক্ষীর ভান্ডার”।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষীর ভান্ডার নিয়ে শুধু শাসক দলই নয়, সি.পি.আই(এম) – বি.জে.পি’র মহিলারাও এই প্রকল্পটি নিয়ে উচ্ছ্বসিত। সকলে মিলে জোট বেঁধে সরকারের আরেক প্রকল্প দুয়ারে সরকারে’র লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছে।

সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বাংলার নারী সমাজকে “ভিখারি” বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন : দল বিরোধী কাজের অভিযোগে দুই বিজেপি নেতৃত্ব বহিষ্কার

বাংলার নারী সমাজকে ভিখারি বলার জন্য শান্তিপুর ব্লকের নারী সমাজ রাজপথে নেমেছে। তৃণমূল কংগ্রেসের ছাত্রনেত্রী রিয়াঙ্কা দাস ঘোষে’র নেতৃত্বে দিলীপ ঘোষের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি FIR করা হয়।

রিয়াঙ্কা দাস ঘোষ আরো জানান যে, আমরা নারী সমাজ অবিলম্বে দিলীপ ঘোষের শাস্তি চাই। এই FIR এর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আজ শুধু দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ সীমাবদ্ধ থাকলেও তা আগামীতে বাংলার প্রতিটি ঘরে মা বোনেদের রোষানলে জ্বলে উঠবে এ বাংলা।

আরও পড়ুন ::

Back to top button