জাতীয়

রেললাইনে পড়ে ৫০০ ও ২ হাজার টাকার নোটের বান্ডিল, দেখে জ্ঞান হারলেন রেলকর্মী

রেললাইনে পড়ে ৫০০ ও ২ হাজার টাকার নোটের বান্ডিল, দেখে জ্ঞান হারলেন রেলকর্মী - West Bengal News 24

রেল লাইনের ওপর পড়েছিল বান্ডিল-বান্ডিল টাকা। যা দেখে জ্ঞান হারালেন এক ব্যক্তি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে রীতিমতো তিনি দেখতে থাকেন ৫০০ এবং ২০০০ টাকার গোছা-গোছা নোট। যিনি হলেন পেশায় একজন রেলকর্মী। এরপর খানিকটা ঘাবড়ে গিয়েই ওই ব্যক্তি সমস্ত টাকাগুলি নিয়ে নিজের অফিসের বাকিদের কাছে যান এবং সমস্ত বিষয়টি খুলে বলেন। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশ এসে নোটগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ঘটনা ঘটেছে তামিলনাড়ুর ধর্মপুরী স্টেশন এলাকায়।

আরো পড়ুন : অনেকটা বাড়ল দেশের অ্যাকটিভ কেস, তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি কেরলে

তবে পরীক্ষা করে জানা গিয়েছে, ৫০০ এবং ২০০০ টাকার ওই সব নোটগুলিই নকল। কারণ, নোটগুলির মাঝখানে ছাপানো রয়েছে একধরনের কার্টুন চিত্র। তাই এই নোটগুলি লেন-দেনের অপ্রয়োজনীয় বলেই মনে করা হচ্ছে।

রেললাইনে পড়ে ৫০০ ও ২ হাজার টাকার নোটের বান্ডিল, দেখে জ্ঞান হারলেন রেলকর্মী - West Bengal News 24

রেলকর্মী রামকুমার রক্ষণা-বেক্ষণের কাজের জন্য রেলের ট্রাকগুলি পরীক্ষা করছিলেন। তখনই তিনি লাইনের ওপর অসংখ্য ৫০০ এবং ২০০০ টাকার নোট দেখতে পান। প্রথমে তিনি সাময়িকভাবে জ্ঞান হারালেও দ্রুত নিজেকে সামলে নেন। আর টাকাগুলিকে উদ্ধার করে নিয়ে অফিসে এসে সহকর্মীদের জানান।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button