রাজ্য

টেটের ‘প্রশ্ন ভুল’ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ

টেটের ‘প্রশ্ন ভুল’ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ - West Bengal News 24

বেনজির সিদ্ধান্ত আদালতের। ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল থাকার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে বিচারপতি অভিজিত্‍ গাঙ্গুলি বলেন, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল।

যাঁরা ওই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের পুরো নম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু সেই নম্বর দেওয়া হয়নি। যে কারণে হেনস্থার শিকার হয়েছেন চাকরিপ্রার্থীরা। সেই জন্য মানিক ভট্টাচার্যকে জরিমানা করা হচ্ছে। আর সেই জরিমানার টাকা দিতে হবে নিজের রোজগারের টাকায়। ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে।

আরো পড়ুন : ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ১১, ফের কলকাতায় সংক্রমণ শতাধিক

প্রসঙ্গত, এই ভুল এর আগে কলকাতা হাইকোর্ট ধরিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও প্রাথমিক শিক্ষা সংসদ তা শোধরায়নি বলে অভিযোগ। আর তার জেরেই এমন সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। কিন্তু এবার আদালতের এমন রায় নিঃসন্দেহে নজিরবিহীন।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button