Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

চিট ফান্ড মামলায় মদন মিত্রকে তলব করল CBI, ডাকা হল বিধায়কের ছেলেকেও

CBI Summons Madan Mitra : চিট ফান্ড মামলায় মদন মিত্রকে তলব করল CBI, ডাকা হল বিধায়কের ছেলেকেও - West Bengal News 24

আইকোর চিটফান্ড (Icore Chit Fund Case) মামলায় এবার মদন মিত্রকে (Madan Mitra) তলব করল CBI। তৃণমূল (TMC) বিধায়ককে আজকেই হাজিরা দিতে বলা হয়েছে। তলব করা হয়েছে তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও। তাঁকে আগামিকাল হাজিরা দিতে বলা হয়েছে। যদিও মদন মিত্রের (Madan Mitra) দাবি এমন কোনও নোটিস পাননি। এখনও ইমেল চেক করে উঠতে পারেননি। তবে ইমেল পেলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কামারহাটির বিধায়ক।

আইকোর চিটফান্ড কাণ্ডে এর আগে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং মন্ত্রী মানস ভুঁইঞাকেও তলব করেছিল CBI। জানা গিয়েছে, একটি ভিডিয়োর সূত্র ধরে মানস ভুঁইঞাকে (Manas Bhunia) তলব করা হয়েছে। যেখানে মানস ভুঁইঞাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। কেন উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক? তা জানতে চেয়েই মানসকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

আরও পড়ুন :‘ওরা চলে গিয়েছে, স্বভাবটা যায়নি’, বাম-কংগ্রেসকে খোঁচা দিলীপ ঘোষের

এর আগে তৃতীয়বারের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হাজিরার নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আইকোর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি ভিডিয়ো ফুটেজ। যেখানে দেখা গিয়েছে, ICore Chit Fund সংস্থার মালিক অনুকূল মাইতির সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee)।

চিটফান্ড সংস্থা সম্পর্কে সুখ্যাতিও করছেন তিনি। যদিও হাজিরা দেননি পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। ভবানীপুর উপনির্বাচনের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারবেন না বলে জানান তিনি। শিল্প মন্ত্রী আরও জানান, চাইলে তাঁর অফিসে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI। সেইমতো পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জিজ্ঞাসাবাদের জন্য শিল্প দফতরের অফিসে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

সূত্র: ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button