রাজ্য

হাওড়া থেকে পুরী পৌঁছে যাবেন মাত্র ৪ ঘণ্টায়, দুরন্ত গতির ট্রেন চালুর সিদ্ধান্ত রেলমন্ত্রকের

Howrah To Puri Travel : হাওড়া থেকে পুরী পৌঁছে যাবেন মাত্র ৪ ঘণ্টায়, দুরন্ত গতির ট্রেন চালুর সিদ্ধান্ত রেলমন্ত্রকের - West Bengal News 24পুরী ভ্রমণ আরও সহজ। এবার থেকে মাত্র চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শীঘ্রই দেশের মোট আটটি জায়গায় দ্রুতগতির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যার মধ্যে তিনটি রুটে ট্রেন চলবে হাওড়া স্টেশন থেকে।

আরও পড়ুন : কলকাতায় উধাও শীত, ৫ দিনে তাপমাত্রা বাড়ল পাঁচ ডিগ্রি

জানা গিয়েছে, হাওড়া থেকে মুম্বই, চেন্নাই এবং পুরি রুটে হাইস্পিড এই ট্রেন চলবে। হাওড়া-মুম্বই রুটে হাই স্পিড ট্রেন যাবে ১ হাজার ৯৬৫ কিলোমিটার। যেখানে দুরন্ত এক্সপ্রেসে এখন মুম্বই যেতে সময় লাগে ২৭ ঘণ্টা, সেখানে এই হাইস্পিড ট্রেনে সময় লাগবে মাত্র ১৪ ঘণ্টা। হাওড়া-চেন্নাই রুটে ১ হাজার ৬৫২ কিলোমিটার যাবে এই হাইস্পিড ট্রেন। এখন চেন্নাই মেল এ সময় লাগে ২৮ ঘণ্টা। কিন্তু হাই স্পিড ট্রেন এর সময় লাগবে ১৩ ঘণ্টা।

এদিকে হাওড়া থেকে পুরী দূরত্ব ৫০২ কিলোমিটার শতাব্দী এক্সপ্রেসে এখন সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা। হাই স্পিড ট্রেনে মাত্র চার ঘণ্টার মধ্যেই পৌঁছে পুরী পৌঁছে যাওয়া যাবে। জানা গিয়েছে, হাই স্পিড ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button