Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে তৃণমূল বিধায়ক মদন মিত্র!

Madan Mitra Second Marriage : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে তৃণমূল বিধায়ক মদন মিত্র! - West Bengal News 24

ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিয়ের কথা শনিবার (১২ ফেব্রুয়ারি) নিজেই জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিয়ের কেনাকাটা করেছেন তিনি। লাল রঙের পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি। নববধূর জন্য লাল বেনারসি। এমনকী বাসি বিয়ের পাঞ্জাবিও কিনেছেন তিনি।

বিয়ে প্রসঙ্গে নিজের পরিচিত কায়দাতেই মদন বলেছেন, ‌আমি মানসিকভাবে খুব বিভ্রান্ত। সামনেই ভ্যালেন্টাইনস ডে। সবাই বলছে ‘ওয়ান ম্যান ওয়ান পোস্ট’। তাই আমিও ভেবেছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দুটো হাত দুটো পায়ের মতো দুটো বউ ছাড়া চলবে না। তাই আবার বিয়ে করছি।’ইদানিং তিনি রাজনীতির বাইরেও নানাভাবে নিজেকে ‌তুলে ধরছেন।

আরও পড়ুন :: ‘ওটা পার্টি নয়, প্রপার্টি’, তৃণমূলকে আক্রমণ দিলীপের!

সোশ্যাল মিডিয়ায় তার ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ফ্যান ফলোয়িং-ও চোখে পড়ার মতো। তিনি কিছু করলে বা বললেই সেটা নিয়ে মানুষ নানাভাবে রিয়্যাক্ট করেন। মতামত ব্যক্ত করেন। মজা করেন। তার ‘আই অ্যাম এমএম’ মিউজিক ভিডিও খুবই জনপ্রিয় হয়েছে। ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বে‌‌টিয়া’ ও খুবই সাড়া ফেলে দিয়েছিল। আলোচিত হয়েছে নানা স্তরে। রাজনীতিক মদন মিত্র এভাবেই নানা মজা করেন।

আরও পড়ুন ::

Back to top button