রাজনীতিরাজ্য

সাধারণ ধর্মঘটের সমর্থনে বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা!

সাধারণ ধর্মঘটের সমর্থনে বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা! - West Bengal News 24

দুইদিন সাধারণ ধর্মঘটের সমর্থনে বামপন্থী গণসংগঠনের আইন অমান্যকে কেন্দ্র করে ঝাড়গ্রামে উত্তেজনা, গ্রেফতার ২৪ জন। ঘটনা মঙ্গলবারের।

কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ১২ই জুলাই কমিটির পক্ষ থেকে ২৮ ও ২৯শে মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

সেই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বামপন্থী গণসংগঠনগুলির পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে জেলাশাসকের কার্যালয়ের সামনে আইন অমান্য কর্মসূচির আয়োজন করা হয়।

ওই আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।

আরও পড়ুন: লোকসভায় দাঁড়িয়ে ঝালদায় কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের দাবি অধীর চৌধুরীর

ব্যারিকেড ভেঙে জেলাশাসকের কার্যালয়ে ঢুকতে গেলে সিপিএমের ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক প্রদীপ সরকার, সিপিএম নেতা প্রাক্তন সাংসদ ডাক্তার পুলিনবিহারী বাস্কে ও সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা পার্থ যাদব সহ ২৪ জন বামপন্থী গণসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা পার্থ যাদব বলেন, ‘বামপন্থী সংগঠনগুলির আন্দোলন চলছে-চলবে।

তৃণমূল কংগ্রেসের পুলিশ জোর করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না।’ আগামী ২৮ ও ২৯ শে মার্চ সারা দেশব্যাপী ধর্মঘট পালন করার জন্য তিনি ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন।

আরও পড়ুন ::

Back to top button