বলিউড

বেবি বাম্প নিয়ে স্বামীর সঙ্গে প্রকাশ্যে এলেন আলিয়া

Alia Bhatt Baby Bump : বেবি বাম্প নিয়ে স্বামীর সঙ্গে প্রকাশ্যে এলেন আলিয়া - West Bengal News 24

চলতি বছর জুন মাসে সংসারে নতুন অতিথি আসার সুখবর দেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। এরপরই আলিয়া ভাট ব্যস্ত হয়ে পড়েন তার হলিউড মিশন ‘স্টোন অব হার্ট’র শুটিং নিয়ে।

সম্প্রতি দেশে ফিরেছেন ‘আরআরআর’খ্যাত এই আলিয়া। ফিরেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে ধরা দিলেন মুম্বাইয়ের রাস্তায়।

শনিবার (০৬ আগস্ট) শর্ট ড্রেসে ক্যামেরাবন্দি হন আলিয়া। যাতে স্পষ্ট চোখে পড়ছে বেবি বাম্প। ঢিলেঢালা পোশাকে একেবারেই বেবি বাম্প ঢাকার চেষ্টা করেননি আলিয়া। যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

একসঙ্গে ক্যামেরাবন্দি হন রণবীরও। হলিউডের কাজ শেষ করে আলিয়া এখন ‘রকি অর রানি প্রেম কাহানি’র শুটিং করছেন। সঙ্গে চলেছে তার মুক্তি প্রতীক্ষিত ‘ডার্লিংস’র প্রোমোশন।

এরপর আবার শুরু করবেন ‘ব্রহ্মাস্ত্র’-র প্রচার, সিনেমাটিতে প্রথমবার তিনি পর্দা ভাগ করেছেন রণবীরের সঙ্গে।

আরও পড়ুন ::

Back to top button