রাজনীতিরাজ্য

ডেঙ্গু আক্রান্ত সাংসদের স্বামী-মেয়ে, সরব বিরোধীরা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডেঙ্গু আক্রান্ত সাংসদের স্বামী-মেয়ে, সরব বিরোধীরা

করোনার দাপট নিয়ন্ত্রণে আসতেই রাজ্যজুড়ে এবার শুরু হয়েছে ডেঙ্গুর অত্যাচার। একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন মশা বাহিত এই রোগে। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী এবং মেয়ে৷

সাংসদের ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এসেছে৷ জানা গিয়েছে, অপরূপার স্বামী সাকির আলি এবং দু’ বছরের মেয়ে রিষড়ার এক নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। সাকির আলি রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর৷

সাংসদের অবশ্য দাবি, সম্প্রতি হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ সেখান থেকে ফেরার পরই তাঁদের ডেঙ্গু ধরা পড়ে৷

রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে৷ ইতিমধ্যেই এ বছর এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। শুক্রবার ডেঙ্গুর কারণে মৃত্যু হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার৷

এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারের উদাসীনতাকে দায়ী করে সরব হয়েছে বিরোধীরাও৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে বলেন, “দু’ দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হলে এবং সরকার তৎপরতা না দেখালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করা হবে৷ অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতে, ‘সরকার যে সংখ্যক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখাচ্ছে আসল সংখ্যাটা তার থেকে ২৬২ গুন বেশি৷’

রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অবশ্য দাবি, সাধারণ মানুষ সতর্ক না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

আরও পড়ুন ::

Back to top button