Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

২১ তারিখ মেগা প্ল্যান বিজেপির, লক্ষ্য তৃণমূলের উপর জোড়া চাপ তৈরি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari : ২১ তারিখ মেগা প্ল্যান বিজেপির, লক্ষ্য তৃণমূলের উপর জোড়া চাপ তৈরি - West Bengal News 24

আগামী ২১ নভেম্বর সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশন। সেইদিন সরকারের তরফে বেশ কিছু বিল পাশ করানোর কথা রয়েছে। এদিকে ওই একই দিনেই বিধানসভার ভিতর এবং বাইরে জোড়া কর্মসূচি করতে চলেছে বিজেপি। ফলে শীতকালীন অধিবেশনে উত্তপ্ত হতে পারে রাজ্য বিধানসভা। এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিধানসভা বিরোধীদেরও। এটা মনে রেখে সরকারি দলকে বিধানসভা পরিচালনা করতে হবে। আমরা রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে আলোচনার দাবি করব। কিন্তু, সব বিষয় বিচারাধীন বলে, বিরোধীদের আলোচনা করতে না দিলে আমরা অন্য রাস্তা খুঁজব।”

শুভেন্দুর এহেন মন্তব্যের জবাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় স্পষ্ট বলেন, “আমরা সব সময় বিরোধীদের বলার সুযোগ করে দিতে তৈরি আছি। কিন্তু, বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা হবে কিনা, আমি তা আগাম বলতে চাই না৷ তবে ওঁদের তরফে প্রস্তাব এলে, তা খতিয়ে দেখে বিধানসভার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তাতে তাঁরা ক্ষুব্ধ হলে আমার কিছু করার নেই।”

উল্লেখ্য, দলের কৌশল স্থির করতে বিধানসভায় সোমবার অধিবেশন শুরুর আগে পরিষদীয় দলের বৈঠক ডেকেছে বিজেপি। সেখানেই নানা ইস্যুতে অধিবেশনে বিজেপি বিধায়কদের কে, কী ভূমিকা নেবেন, শুভেন্দু অধিকারী তা নির্দিষ্ট করে দেবেন বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূলও চুপ থাকবে না। এমনটাই অনুমান রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন ::

Back to top button