রাজ্য

শিক্ষক নিয়োগ দুর্নীতি : মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী? জানতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শিক্ষক নিয়োগ দুর্নীতি : মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী? জানতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

হাইকোর্টে,(Calcutta High Court) চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। চাকরির দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে শামিল চাকরি প্রার্থীরা। রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে বাংলার নোবেলজয়ীরা কী বলতে চান ? জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)।

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) নিজের এজলাসেই এ নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন বিচারপতি। বুধবার বিচারপতি এই মন্তব্য করেন নিজের এজলাসে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) সঙ্গে কথোপকথন চলাকালীন। বিচারপতি বলেন, ‘‘স্কুলে নিয়োগে এত বড় দুর্নীতি হল। নোবেল জয়ীরা কী বলেছেন ?

অমর্ত্য সেন (Amartya Sen) রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Avijit Vinayak Bandyopadhyay) রয়েছেন। ওঁরা তো অনেক বিষয়েই নানা মন্তব্য এবং মতামত জানিয়ে থাকেন। আমার কৌতূহল, স্কুলে নিয়োগে দুর্নীতি নিয়ে এই সব মহান , স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী ?’’

অমর্ত্য সেন (Amartya Sen) বলেছেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়ার যোগ্যতা নেই তা নয়।’’ বিচারপতি নোবেল জয়ীদের নানা বিষয়ে মন্তব্য বলতে এই মন্তব্যটির কথাই বলেছেন কি না অবশ্য স্পষ্ট নয়
অর্থনীতিবিদ অভিজিৎ (Avijit Vinayak Bandyopadhyay) রাজ্যের কোভিড (Covid) সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন এক সময়ে। মমতাই (Mamata Banerjee) তাঁকে ওই কমিটিতে রেখেছিলেন। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তাঁরও মতামত জানতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)।

প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতির বহু মামলা এখনও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Avijit Ganguly) বিচারাধীন। সেই সব মামলায় তাঁর দেওয়া নির্দেশ এবং নানা মন্তব্য বার বার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

আরও পড়ুন ::

Back to top button