রাজনীতিরাজ্য

মিঠুন চক্রবর্তী যোগাযোগ রাখছেন, ফিরহাদের মন্তব্যে উস্কে উঠল মহাগুরুর তৃণমূলে ফেরার জল্পনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Firhad Hakim on Mithun Chakraborty : মিঠুন চক্রবর্তী যোগাযোগ রাখছেন, ফিরহাদের মন্তব্যে উস্কে উঠল মহাগুরুর তৃণমূলে ফেরার জল্পনা - West Bengal News 24

পঞ্চায়েতকে ‘পাখির চোখ’ করে বঙ্গে মন ঢেলে দিয়েছেন ‘মহাগুরু’ মিঠুন (Mithun Chakraborty)। দফায় দফায় যাচ্ছেন জেলা সফরে। গরমাগরম ভাষণে বাংলায় গেরুয়া ঝড় তোলার চেষ্টায় কসুর করছেন না। মাঝে মাঝেই হুঙ্কার ছাড়ছেন, তৃণমূলের একাধিক বিধায়ক , সাংসদ তাঁর যোগাযোগে আছেন , এ কথা বলে।

এর মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বঙ্গ বিজেপির তারকা সদস্য মিঠুন চক্রবর্তী নাকি যোগাযোগ রাখছেন। ফিরহাদের মন্তব্যে উস্কে উঠল মহাগুরুর তৃণমূলে (Trinamool Congress) ফেরার জল্পনা। যদিও বিজেপির পাল্টা দাবি, দলে নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে এ সব বলতে হচ্ছে ফিরহাদকে।

যতই হোক, বঙ্গ রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) একাধিকবার দলবদল করার রেকর্ড রয়েছে। বিজেপিকে পঞ্চায়েতে জেতালে পাকা বাড়ি করে দেওয়ার ‘দায়িত্ব’ নেওয়া মিঠুন কি আবার দলবদলের কথা ভাবছেন ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘তাঁর কাছে কী প্রমাণ আছে ? যা খুশি বলে প্রাসঙ্গিক থাকতে চাইছেন উনি (ফিরহাদ)।’’

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, ‘‘তৃণমূলে কান পাতলে শোনা যাচ্ছে , ফিরহাদ নাকি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন। এসব কথার কোনও মানে নেই। তৃণমূলে (Trinamool Congress) প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টায় এ সব বলতে হচ্ছে ফিরহাদকে (Firhad Hakim)।’’ উল্লেখ্য , মহাগুরু নিজের ‘রাজনৈতিক গুরু’ হিসাবে নাম নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

আরও পড়ুন ::

Back to top button