জাতীয়

বাড়ল কোন কোন পণ্যের দাম? নিম্নমুখী কোনগুলি? দেখুন একনজরে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Union Budget 2023 : বাড়ল কোন কোন পণ্যের দাম? নিম্নমুখী কোনগুলি? দেখুন একনজরে - West Bengal News 24

অমৃত কালের প্রথম বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitaraman)৷ ২০২৩ বাজেটের পর কোন জিনিসের কত দাম বাড়ল বা কমল দেখে নিন একনজরে। বাজেটে দাম কমল মোবাইল ফোন , টিভি , ইলেকট্রিক যানবাহনে। মূল্য নিম্মমুখী হিরের অলঙ্কার , সাইকেল , ইথাইল অ্যালকোহলের সহ খেলনার। অন্যদিকে , রুপো , প্ল্যাটিনাম সোনা , কম্পাউন্ড রবার , জামাকাপড় সহ তামার স্ক্র্যাপ , ইলেকট্রিক চিমনি , সিগারেটের মূল্য ঊর্ধ্বমুখী।

ধূমপায়ীদের জন্য সুখবর নেই বাজেটে। দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এবারের বাজেটে। মোবাইলের যন্ত্রাংশের (Mobile Parts) উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম। টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে। কমবে হিরের (Diamond) দাম। বাজেটে হিরের উপর প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে। রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে। বাজেটে চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছে সরকার।

রুপোর দাম বাড়তে চলেছে। রুপোর উপরে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে। কমবে ক্যামেরার লেন্সের দামও। লেন্সের উপর প্রযুক্ত শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে বাজেটে। শিশুদের দেশি খেলনার দাম কমবে। বাজেটে খেলনার উপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে। দেশি সাইকেলের দামও কমবে বাজেটের পর।

দেশে তৈরি সাইকেলের (Cycle) উপর কর কমিয়ে দেওয়া হয়েছে। বিদেশি ইলেকট্রিক গাড়ির (Electric Car) দাম বাড়বে। এই গাড়ির উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে।

বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারি (Lythium) । ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার। ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে। বাজেটে ইমিটেশন গয়নার উপর প্রযুক্ত শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। প্ল্যাটিনাম (Platinam) ধাতুর যাবতীয় গয়নার দাম বাড়তে চলেছে। বাজেটে এই ধাতুর উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার (Central Government)। সোনার উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কিছুটা বাড়তে পারে সোনার দাম। আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।

আরও পড়ুন ::

Back to top button