পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুর দিকে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতিটি রাজনৈতিক দলই নিজের মতো করে ঘুঁটি সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে।আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে শাসক থেকে বিরোধী উভয় শিবির। এর মধ্যেই শিক্ষাদপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে পঞ্চায়েত ভোটের আগেই হয়তো রাজ্যে ছাত্রভোট হওয়ার সম্ভাবনা আছে।
আর এই সম্ভাবনাকেই পাখির চোখ করে এগিয়ে চলেছে তৃনাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বাধীন তৃনমূল ছাত্র পরিষদ। প্রস্তুতি পর্বে দেখা গিয়েছে এক দারুণ কর্মসূচী। দেখা গেছে স্বয়ং ছাত্রসভাপতি মাননীয় তৃনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়, প্রত্যেক কলেজে কলেজে যাচ্ছেন পরিদর্শনের জন্য সঙ্গে তার ডেপুটি মাননীয় কোহিনুর মজুমদার মহাশয়।
প্রত্যেক কলেজে গিয়ে ছাত্রপরিষদের সদস্যদের সঙ্গে আলাপালোচনায় বসছেন এবং কথা বলছেন ছাত্রছাত্রীদের সাথে এবং তাদের সমস্ত সমস্যার সমাধান বিষয়ে কথা বলছেন কলেজের অধ্যক্ষদের সাথে।
আজ পরিদর্শনের জন্য তিনি আসেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর মহাবিদ্যালয়ে। তার সাথে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাননীয় কোহিনুর মজুমদার মহাশয়, পূর্ব বর্ধমান জেলা ছাত্রপরিষদের সভাপতি মাননীয় সাদ্দাম হোসেন মহাশয়,পূর্ব বর্ধমান জেলা ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক স্বরাজ ঘোষ মহাশয়।
তৃনাঙ্কুর বাবু এবং কোহিনুর বাবুকে নিজের হাতে বরণ করে নেন তাদের স্নেহধন্য তথা ব্লক তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি মাননীয় বিট্টু মল্লিক মহাশয়। এরপর প্রথমেই তিনি দেখা করেন ছাত্রপরিষদের সকল সদস্যদের সঙ্গে এবং আলোচনা করেন আগামী দিনের কর্মসূচী নিয়ে। এরপর তিনি কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে এবং তাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে আলোচনা করেন এবং তাদের সমস্ত সমস্যার সমাধান বিষয়ে তিনি কথা বলেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়ের সাথে।
তৃনাঙ্কুর বাবু বলেন -‘মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দোপাধ্যায় সর্বদা ছাত্রছাত্রীদের সাথে আছেন। জামালপুর মহাবিদ্যালয় সর্বদাই তাদের কাছে একটা শক্ত খুঁটি।
ছাত্রছাত্রীদের দাবিদাওয়া তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে তিনি আশ্বাস দেন। তিনি প্রশংসা করেন মহাবিদ্যালয় ছাত্রপরিষদ ইউনিটের প্রতিটি সদস্যের’।
সামনেই ছাত্রভোটের আভাস এবং তারমধ্যেই রাজ্য ছাত্রপরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের এই কর্মসূচি যা ছাত্রভোটের আগে একটা আলাদা অ্যাডভানটেজ তৈরি করে দিচ্ছে তৃনমূল ছাত্রপরিষদকে।