রাজনীতিরাজ্য

নজরে উত্তর পূর্ব ভারত, বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা ও মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নজরে উত্তর পূর্ব ভারত, বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা ও মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি বছরেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Assembly Election)। সাথে মেঘালয়ের বিধানসভা নির্বাচন। ভোটের আগে ফের উত্তর-পূর্বে প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার থেকে শুরু ত্রিপুরা সফর।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরার (Tripura)বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আগরতলার পুরসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারপর থেকে সংগঠনে একাধিক রদবদল এসেছে। বদল হয়েছে রাজ্য সভাপতি। ত্রিপুরায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কী হতে চেলেছে, তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)।

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে সড়কপথে ফের চলে আসবেন আগরতলা। তারপর সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আগরতলা (Agartala) শহরেই পদযাত্রা করার কথা তাঁর। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলার কয়েক কিলোমিটার জুড়ে এই পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

ত্রিপুরা থেকে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সূত্রের খবর, ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাশাপাশি নরেন্দ্র মোদি , অমিত শাহের মতো বিজেপির হেভিওয়েট নেতারাও যাচ্ছেন প্রচারে। ত্রিপুরা জুড়ে একাধিক সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)।

তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা নেতৃত্বের সঙ্গেও বিশেষভাবে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তারপর মঙ্গলবার বিকেলেই কলকাতায় ফিরবেন তিনি। তবে শুধু ত্রিপুরা নয়, মেঘালয়েও যাওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। ইতিমধ্যেই মেঘালয় নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঘাসফুল শিবির।

ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে মমতা (Mamata Banerjee) মেঘালয় সফরে যেতে পারেন বলে খবর।এবারের উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। তাই এই ঘন ঘন সফর।

আরও পড়ুন ::

Back to top button