রাজ্য

বিবিসি’র দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’! মোদী সরকারকে নিশানা মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিবিসি’র দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’! মোদী সরকারকে নিশানা মমতার

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে (Narendra Modi Government) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পেশের পরে মমতা তাঁর বক্তৃতায় অভিযোগ করেন, মোদীর বিরুদ্ধে সত্য প্রকাশের ‘অপরাধে’ কেন্দ্রের নিশানায় এসেছে বিবিসি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে তথ্যচিত্র তৈরি করা বিবিসির দিল্লি এবং মুম্বইয়ের দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বিবিসি সত্যি এবং আপডেট তথ্য দেয়। বিবিসির বিরুদ্ধে এমন কেন করা হল?’’ এর পর তিনি বলেন, ‘‘বিবিসি এই সরকারের (কেন্দ্র) বিরুদ্ধে কিছু দেখিয়েছে। তাই তাদের বিরুদ্ধে প্রতিহিংসাবশত এমন কাজ করা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। যা ইচ্ছে তাই করা হচ্ছে।’’

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chondrima Bhattacharjya) বাজেট বক্তৃতা শেষ হওয়ার পরে বুধবার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) অনুমতি নিয়ে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী। সে সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে দল বেঁধে বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এর পর মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় চন্দ্রিমার বাজেটের প্রশংসা করে বলেন, ‘‘নতুন কোনও কর না চাপিয়ে গরিব মানুষের বাজেট হয়েছে।’’

আরও পড়ুন ::

Back to top button