রাজ্য

মার্চেই দাপট তীব্র, শনি রবিবারের মধ্যে কোলকাতা তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মার্চেই দাপট তীব্র, শনি রবিবারের মধ্যে কোলকাতা তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রী

দার্জিলিং (Darjeeling) , কালিম্পংয়ে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালে কুয়াশা। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। শনিবার রবিবারের মধ্যে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

বাড়ছে তাপমাত্রা (Temparature) , জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। বাড়বে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় হাওয়ার বদল হবে। দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal) বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

কলকাতায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পূবালী হাওয়ার জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। জলীয়বাষ্পের জন্যই কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আরও পড়ুন ::

Back to top button