রাজ্য

সাত জেলায় ঝড়বৃষ্টি, রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে কালবৈশাখী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সাত জেলায় ঝড়বৃষ্টি, রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে কালবৈশাখী

চৈত্র মাসের গোড়াতেই কালবৈশাখীর দাপটে ঝড়বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে ঝোড়ো হাওয়াও। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal) কিছু দিনের জন্য ঝড়জল বিরাম নিয়েছিল। রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে কালবৈশাখী।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস , আগামী ৩০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে চলেছে। এই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোবে। এছাড়া, ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button