Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্বস্থলীতে

মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্বস্থলীতে

আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা।পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদন ঘাটের বিবিরহাট এলাকায় টোটো গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানের ধাক্কা। টোটোতে থাকা মা এবং ছেলের মৃত্যু। ঘটনায় টোটো গাড়ির চালক-সহ আরও তিনজন আহত। আহতদের কালনা হসপিটালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চাল বোঝাই মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটো গাড়িকে ধাক্কা মারে।জানা যায়, ওই মোটর ভ্যানটিকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। ওই মোটর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোটিকে ধাক্কা মারে। ঘটনাটি শনিবার দুপুরে। ঘটনায় মৃত্যু হয় নদিয়ার বাহিরচড়ার বাসিন্দা সালমা বিবি ও তাঁর ছেলে ইমরান শেখ ।

ঘটনাস্থলেই মারা যায় ইমরান। কালনা হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মারা যান সালমা। টোটোগাড়ির চালক সত্যনারায়ণ বসাক এবং সেখানে থাকা অপর দু’জন শরৎ মালিক এবং তার স্ত্রী অর্পিতা মালিকও ঘটনায় জখম হন। তাঁরা বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button