খেলা

শোয়েবের প্রশ্ন, ‘আমি কেনো ভারতীয়দের প্রশংসা করব না?’

শোয়েবের প্রশ্ন, ‘আমি কেনো ভারতীয়দের প্রশংসা করব না?’

চির প্রতিদ্বন্দ্বী হলেও ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। যে কারণে প্রায়ই নিজ দেশের নানান মানুষের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সেসব মানুষদের ব্যাপারে এবার মুখ খুলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এ পেসার।

শোয়েবের কড়া প্রশ্ন, শুধু ভারতীয় বলে কি ভারতীয় ক্রিকেটার তথা বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রশংসা করা যাবে না? যদি না করা যায় তাহলে এর পেছনে কারণটা কী? নিজ দেশের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎকারে নিজের রাগ ঝেড়েছেন শোয়েব।

আরও পড়ুন : রোনালদোর সঙ্গে জুটি গড়বেন সুয়ারেজ!

তিনি বলেন, ‘কী কারণে আমি ভারতীয় ক্রিকেটার ও বিরাট কোহলির প্রশংসা করব? পাকিস্তান কিংবা বিশ্ব ক্রিকেটে কোহলির কাছাকাছি মানের কোনো ক্রিকেটার কী আছে?’

শোয়েব আরও যোগ করেন, ‘আমি জানি না কেনো মানুষ রাগ হয়। আমাকে কিছু বলার আগে তাদের উচিৎ পরিসংখ্যান খুলে দেখা। তারা কি মনের মধ্যে শুধু ঘৃণাই রাখতে জানে? শুধুমাত্র ভারতীয় বলে তাদের (ভারতীয় ক্রিকেটার) প্রশংসা করা যাবে না?’

এসময় কোহলির পরিসংখ্যান তুলে ধরে শোয়েব বলেন, ‘কোহলির এখন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি রয়েছে। বিশ্বের আর কোনো ক্রিকেটারের কি বর্তমানে এত সেঞ্চুরি আছে? সে ভারতকে কতগুলো সিরিজ জিতিয়েছে? আমার কি তার প্রশংসা করা উচিৎ নয়?’

 

আরও পড়ুন ::

Back to top button