”অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার চালাবে! আমি গিয়ে বসে থাকবো” – চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
জমি বিতর্কে প্রথম থেকেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ গত জানুয়ারি মাসে অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে জমির যাবতীয় কাগজপত্রও তুলে দিয়ে আসেন মুখ্যমন্ত্রী। শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি ভাঙতে গেলে তিনি সবার আগে বুলডোজারের সামনে বসে পড়বেন৷ এ দিন নবান্ন থেকে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রসঙ্গত উল্লেখ্য, অমর্ত্য সেনের বিরুদ্ধে তাদের ১৩ ডেসিমেল জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এ নিয়ে দু পক্ষে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে৷ কয়েকদিন আগেই অমর্ত্য সেনকে (Amartya Sen) চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে ওই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এর পরেই এ দিন চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷
এর পরেও অবশ্য নিজেদের অবস্থানে অনড় থেকে জমির দাবি থেকে সরে আসেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এ দিন কালিয়াগঞ্জে থানায় হামলার ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী৷ সেই প্রসঙ্গেই অমর্ত্য সেনের জমি বিতর্কের কথা টেনে আনেন মমতা (Mamata Banerjee) ৷ রাজ্যের কোনও ঘটনা ঘটলেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কমিশনের কর্তারা এসে যেভাবে রাজ্য প্রশাসনের সমালোচনা করছেন, তারও প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা উত্তর প্রদেশ, গুজরাত নয়৷ এটা বাংলা৷ সংস্কৃতীর পীঠস্থান৷ আগুন নিয়ে খেলা উচিত নয়৷ যখন অমর্ত্য সেনের (Amartya Sen) উপরে আক্রমণ করছে রোজ, তখন চুপ করে থাকে কেন? বলছে অমর্ত্য সেনের বাড়িতে নাকি বুলডোজার চালাবে৷ চালাক, আমি আগে সেখানে গিয়ে বসে থাকব৷’