রাজনীতিরাজ্য

বীরভূমে মামা বাড়িতে দাদুর স্বাস্থ্যের খোঁজ – পারিবারিক জনসংযোগে অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : বীরভূমে মামা বাড়িতে দাদুর স্বাস্থ্যের খোঁজ – পারিবারিক জনসংযোগে অভিষেক - West Bengal News 24

তৃণমূলের (Trinamool Congress) জনসংযোগ যাত্রার মাঝেই এবার পারিবারিক জনসংযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাত্রা উপলক্ষে বীরভূমের মাটিতে পা দিয়ে রামপুরহাটের কুসুম্বা গ্রামে মামার বাড়িতে পৌঁছমন অভিষেক।

সেখানে তিনি দেখা করেন মামাবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে৷ কথাও বলেন কিছুক্ষণ৷ গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলেন৷ গ্রামের উন্নয়নের পরিস্থিতিও তিনি খতিয়ে দেখেন৷ দেখা করার পর বেরিয়ে এসে তিনি বলেন, ‘‘দাদুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওঁর খুব শরীর খারাপ। অনেকদিন ধরেই আসবো, আসবো ভাবছিলাম। আমি দশ বছর বাদে এলাম। আগে যখন আসতাম ছোটবেলায় তখন রাস্তাঘাটের কী অবস্থা ছিল, আর এখন কি হয়েছে আপনারা দেখেছেন। সরকারের জনমুখী প্রকল্প সব জায়গায় পৌঁছাচ্ছে।’’

Abhishek Banerjee : বীরভূমে মামা বাড়িতে দাদুর স্বাস্থ্যের খোঁজ – পারিবারিক জনসংযোগে অভিষেক - West Bengal News 24

এলাকা ঘুরে দেখেন তিনি৷ স্থানীয় স্কুল, রাস্তা ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখেন৷ তার পর বলেন, ‘‘ছোটবেলায় এখানে এসেছি। তখন কুসুম্বা স্কুলের যে অবস্থা ছিল আর এখন দেখুন কী রকম আছে।’’ এদিন রাত দশটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রামপুরহাটের কুসুম্বা গ্রামে মুখ্যমন্ত্রীর মামার বাড়িতে এসে পৌঁছান। হঠাৎ করেই তিনি চলে আসেন। দাদুকে প্রয়োজনে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন আত্মীয় পরিজনদের।

পরে অভিষেকের মামিমা পম্পা মুখোপাধ্যায় (Pampa Mukherjee) বলেন ‘উনি নিজে থেকেই খবর নিয়েছেন গ্রাম কেমন আছে, স্কুলগুলি কেমন আছে।” অভিষেক এদিন কুসুম্বা গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। কথা বলেন তাদের অভাব অভিযোগ নিয়েও৷

আরও পড়ুন ::

Back to top button