Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

শুভেন্দুর গড়ে চার দিনের জনসংযোগ যাত্রা অভিষেকের, প্রেস্টিজ ফাইটে জয় তুলতে মরিয়া তৃণমূল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুভেন্দুর গড়ে চার দিনের জনসংযোগ যাত্রা অভিষেকের, প্রেস্টিজ ফাইটে জয় তুলতে মরিয়া তৃণমূল

নব জোয়ারে ঝড় তুলতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নজরে পূর্ব মেদিনীপুর। বুথ কর্মী সম্মেলন করেছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েতের আগে নজরে জেলার সংগঠন। লোকসভা ভোটকে মাথায় রেখেই অধিকারীদের জেলায় সংগঠনে জোর দিচ্ছে শাসক দল।

২০০৮ সালের পঞ্চায়েত ভোট (Panchayet Election) lথেকে পূর্ব মেদিনীপুর জেলা মুখ ফেরায়নি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) থেকে ৷ এমনকী, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জোড়া ফুল শিবির৷ যদিও বাংলার বিধানসভা ভোটের পর থেকে এখন পূর্ব মেদিনীপুর জুড়ে জোর লড়াই জোড়া ফুল বনাম পদ্ম ফুলের। দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা সাংসদ রয়েছেন।

যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করে অধিকারী পরিবারের দুই সাংসদের মন পড়ে আছে অন্যত্র৷ এক সময় তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি এই জেলা দেখতেন তিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা ৷ আর বিধানসভা ভোটের লড়াইয়েও পূর্ব মেদিনীপুর জেলায় জোর লড়াই হয় তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে।

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্দরের রিপোর্ট ছিল, পূর্ব মেদিনীপুর জেলায় দু্র্বল হয়ে পড়ে সংগঠন। ফল ভুগতে হয় শাসক দলকে৷ সংগঠন ঢেলে অবশ্য সাজানো হয়েছে। হলদিয়া ও কাঁথিতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকী, কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তবে আত্মসন্তুষ্টির জায়গা প্রস্তুত করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস৷ বুথ কর্মী সম্মেলন করেছিলেন খোদ চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সভা, রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

পরিসংখ্যান অনুযায়ী , ২০১৮ পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েতের ২১১ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পেয়েছিল ১৮৩টি। বিজেপি পেয়েছিল ২১। অন্যান্যরা পেয়েছিল ৭টি আসন। পঞ্চায়েত সমিতির ২১ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২০’টি। বিজেপি পেয়েছিল ১টি আসন। জেলা পরিষদের ৫১ আসনই দখল করেছিল তৃণমূল কংগ্রেস।

এই জেলার ২ লোকসভা আসন রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলায় ২০০৭ সাল থেকে তৃণমূল কংগ্রেস সেখানে রাজনৈতিক ভাবে লাভবান। ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে এখানে ভাল ফল করে তৃণমূল। বাম আমলে সেই ফল গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করেছে।

নন্দীগ্রাম আন্দোলনের জেরে তখন রাজনৈতিক মহলের নজরে তৃণমূল কংগ্রেস। ২০২১ বিধানসভা ভোটে নন্দীগ্রাম আসন হারলেও কিছু এলাকায় ভাল ফল করে তৃণমূল (Trinamool Congress)। ইতিমধ্যেই সাংগঠনিক বৈঠকে এই সব জেলাকে আগে ভাগেই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে লোকসভার প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাসক দল।

ইতিমধ্যেই এই দুই লোকসভা আসনের বুথ স্তরীয় সংগঠনে একাধিক বদল এসেছে। যদিও নন্দীগ্রামের বুথ স্তরীয় বদল নিয়ে নানা অনুযোগ উঠে এসেছে তৃণমূলের অন্দরে ৷ কাঁথিতেও বুথ স্তরীয় ক্ষেত্রে একাধিক বদল এসেছে। প্রকাশ্যে না বললেও দলের অন্দরে এই নিয়ে চর্চা হয়েছে।

যদিও গত ৮ অগাস্ট নেতাজি ইন্ডোরের বিশেষ অধিবেশনে যেখান থেকে নানা বুথ স্তরীয় বিষয় নিয়ে দলের আবেদন এসেছে তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, সুব্রত বক্সীকে সঙ্গে নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তাই জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন নিয়ে আলোচনাতেও গুরুত্ব পেতে পারে বুথ স্তরীয় সংগঠনে জোর দেওয়ার ক্ষেত্রে। রাজনৈতিক মহলের অনেকের মতে, পূর্ব মেদিনীপুর তৃণমূলের প্রেস্টিজ ফাইট।

আরও পড়ুন ::

Back to top button