বিনোদন
বিদ্যা বালানের এই ছবিগুলি আপনাকেও হিংসুটে করে তুলবে
বালিতে ছুটি কাটাচ্ছেন বলি তারকা বিদ্যা বালান। সেই ছুটির নানান মুহূর্ত শেয়ার করেছন তাঁর ইনস্টাগ্রাম পেজে। তাঁর এই ছবি দেখে এক কথায় কিছুটা মন খারাপই হয়েছে অনেকের। ভাবছেন, ইস যদি আমিও যেতাম এখন।
বিদ্যার এই মজা করার ছবি দেখে থাকতে পারেননি বলিউডের অন্য এক তারকা সোনাক্ষী সিনহা। তিনি তো ছবির নীচে মন্তব্য করেই ফেলেছেন। লিখেছেন, “আমাকে কেন নিয়ে গেলে না তোমার সঙ্গে?”
ছবিগুলি দেখে এমনটা আপনারও মনে হতে পারে। তা হলে এক ঝলক আপনিও দেখে নিন ছবিগুলি।
ছবিতে বিদ্যার পরনে ফুল ফুল ছাপা কালচে লাল রঙের একটি বিচ ড্রেস। চোখে রোদ চশমা। জলের মাঝখানে রোদের মধ্যে দারুণ আনন্দ করছেন নায়িকা। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘জয়…অ্যালাইভ…হ্যাপি……ফান ইন দ্য সান……পিওর জয়’।
শুধু সোনাক্ষী নন। প্রিয়ঙ্কা চোপড়া, আদিতি রাও হায়দারি, একতা কাপুর সকলেই বিদ্যার এই নতুন লুকে অভিভূত। প্রিয়ঙ্কা মন্তব্য করেছেন, ‘স্টানার’। একতা লিখেছেন, ‘গর্জিয়াস’। অদিতি নানান রকমের ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশ করেছেন।