হুবহু মিলে গেল পরিণীতির ভবিষ্যদ্বাণী!
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা৷ বিয়ের ঝলকও নেটদুনিয়ায় ভাইরাল৷ মাথায় সিঁদুর,নববধূর লুকে পরিণীতিকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷
আপ সাংসদ রাঘব চাড্ডার গলায় মালা দেওয়ার আগে একটা সময় পরিণীতি জানিয়েছিলেন, জীবনে আর যাই হয়ে যাক কোনওদিনই রাজনীতিবিদকে বিয়ে করবেন না৷ তবে তারপর সেই রাজনীতিবিদের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন নায়িকা৷
বলিউডে কারোর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন পরিণীতি৷ একাধিক প্রেম জীবনে আসলেও কোনওটাই টেকেনি৷ মাঝে বেশ কিছুটা সময় সিঙ্গল ছিলেন তিনি৷ তারপর ২০১৮ সালে নিজের ভবিষ্যদ্বাণী করেছিলেন পরিণীতি৷
অক্ষরে অক্ষরে মিলে গেল পরিণীতি চোপড়ার ভবিষ্যদ্বাণী৷ সেই সময় তিনি বলেছিলেন, চার বছরের মধ্যেই তিনি বিয়েটা সেরে নেবেন, এমনকী কেমন ছেলেক তিনি বিয়ে করবেন তাও জানিয়ে দিয়েছিলেন পরিণীতি৷
বিয়ের মাস কয়েক আগে এক সাক্ষাৎকার অভিনেত্রী বলেছিলেন, তিনি নিজেই জ্যোতিষী৷ শুধু তাই নয়,নিজের করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে৷ চার বছর আগে যেটা জানিয়েছিলেন এই সময়ের মধ্যেই বিয়ে করবেন সেটাই সত্যি হল৷
পুরনো সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, চার বছরের মধ্যে এমন একজনকে বিয়ে করব, যার সঙ্গে সারা জীবন কাটাতে পারব৷ তবে যতক্ষণ না তেমন কাউকে পাচ্ছি,বিয়ে করব না৷ তবে শেষ পর্যন্ত রাজনীতিবিদের গলাতেই মালাটা পরালেন অভিনেত্রী৷
সুত্র: News18 Bangla