রাজ্য

রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, শুক্রবার থেকে ফের বৃষ্টি শুরু রাজ্যে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Update : রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, শুক্রবার থেকে ফের বৃষ্টি শুরু রাজ্যে - West Bengal News 24

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও আংশিক মেঘলা আকাশ৷ কোথাও কোথাও ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি৷

বৃষ্টির পরিমাণ রাত পোহালে আগামী কয়েকদিনে ক্রমশ কমবে। রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

নিম্নচাপ ক্ষেত্রের জেরে নতুন করে বঙ্গোপসাগরে ফের একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা পুরো রয়েছে৷ প্রথমে সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হবে তারপরে এটির প্রভাব আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে৷ নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হওয়ার পরে এটি উত্তর-পশ্চিমে এগোবে৷ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার দু-রকমের খেলা জারি৷

কলকাতা সহ দক্ষিণবঙ্গে যেরকম কমবে বৃষ্টির পরিমাণ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি , অন্যদিকে প্রবল বিক্রমে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে৷ এখনও অ্যালার্ট জারি রয়েছে৷ আইএমডি ওয়েদার আপডেট , ২৪ তারিখের পর ২৫ তারিখে ইতঃস্তত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে৷

তবে শুক্রবার থেকে ফের বৃষ্টি শুরু হবে৷ ঘূর্ণাবর্ত তৈরি হবে পাশাপাশি নিম্নচাপের লেজ ধরে ফের একবার নাকাল আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গে৷

আরও পড়ুন ::

Back to top button