রাজ্য

মুখ্যমন্ত্রীর পরে এবার বিদেশ সফরে রাজ্যপাল ‘বোস’ – বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

C. V. Ananda Bose : মুখ্যমন্ত্রীর পরে এবার বিদেশ সফরে রাজ্যপাল ‘বোস’ – বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ - West Bengal News 24

শনিবার ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিদেশ সফরে উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘আমি কয়েকদিনের জন্য বিদেশে যাচ্ছি। ইউএন সিকিউরিটি জেনারেলের আমন্ত্রণে যাচ্ছি। সেখানে বৈঠক হবে আমার। কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে যাব আমি। মউ করা হবে। আমি ২ বা ৩ তারিখেই ফিরে আসব।’

বিশ্ববিদ্যালয় গুলিতে গবেষণা ও পঠন-পাঠনের জন্য গত জুন মাসে শেষের দিকেই “কলকাতা কমিটমেন্ট” চালু করেছিলেন রাজ্যপাল। তার লক্ষ্যপূরণে কতটা এগোতে পারল বিশ্ববিদ্যালয় গুলি, তা এদিন উপাচার্যদের থেকে জানতে চান রাজ্যপাল। গবেষণা ও পঠন-পাঠন নিয়ে দীর্ঘ দু’ঘণ্টা উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনও পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মৌ স্বাক্ষরিত হচ্ছে ? বিশ্ববিদ্যালয় ধরে ধরে পর্যালোচনা করেন রাজ্যপাল।

উপাচার্যদের রাজ্যপাল বলেন, ‘যে কোনও অভিযোগ এলেই তার নিষ্পত্তি দ্রুত করতে হবে। চলতি সপ্তাহে আপনাদের সঙ্গে আরও একবার আলোচনা করব। যে কোনও সমস্যা হলে আপনারা রাজভবনের সঙ্গে যোগাযোগ করবেন। রাজভবন সব সময় আপনাদের সঙ্গে রয়েছে।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে জেনে নেন কেমন চলছে সেখানে ? বিশ্ববিদ্যালয় গুলিকে অ্যাকাডেমিক এক্সিলেন্সে নিয়ে যেতে হবে, ভার্চুয়ালি বৈঠকে উপাচার্যদের পরামর্শ দেন রাজ্যপাল।

আরও পড়ুন ::

Back to top button