চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য অত্যন্ত গর্বের, ‘কৃতিত্ব বিজ্ঞানীদের, কোনও রাজনীতিবিদের নয়!’ – পরোক্ষে মোদীকে কটাক্ষ মমতার?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
‘কৃতিত্ব বিজ্ঞানীদের, কোনও রাজনীতিবিদের নয়!’ – চন্দ্রযান ৩ এর সার্বিক সাফল্য কামনায় এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চন্দ্রযানের সাফল্য কামনা করেও নাম না করে মোদিকেই বিঁধলেন মমতা ? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ইসরোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে , পরিস্থিতি অনুকূল না হলে চন্দ্রযানের সফট ল্যান্ডিংয়ের সময় কয়েকদিন পিছিয়ে যেতে পারে৷
মুখ্যমন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিজ্ঞানীরা এই অভিযানে বড় অবদান রেখেছেন। যাঁরা ভারতের চন্দ্রাভিযানকে আরও উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেকের ভূমিকা প্রশংসনীয়। চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলেছে, আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ ভাবে সেটির সফল অবতরণের জন্য কামনা করা উচিত৷’
Chandrayaan-3 mission is a matter of pride for the entire nation!
The @isro team belongs to India. Their hard work is a testament of the country’s progress which has come from the people, scientists and economists, and not any political entity.
Scientists from across the…
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2023
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়৷ ইসরোর এই দল ভারতের৷ তাঁদের কঠিন পরিশ্রম ভারতের অগ্রগতির প্রমাণ , যা দেশের মানুষ , বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের দ্বারা সম্ভব হয়েছে৷ কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নয়৷
শেষ পর্যন্ত ইসরোর বিজ্ঞানীরা সাফল্য পেলে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার যে নিজেদের প্রচারের বড় অস্ত্র পেয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ সেই আশঙ্কা যে বিরোধী শিবিরের নেতাদের মনেও রয়েছে, এ দিন ট্যুইট করে তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এখন দেখার, শেষ পর্যন্ত চন্দ্রযান ৩ চাঁদের মাটি স্পর্শ করতে পারে কি না৷