Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়প্রযুক্তি

দক্ষিণ আফ্রিকা সফরে প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি ইসরোর সাথে মাহেন্দ্রখনের সাক্ষী থাকছেন প্রধানমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Chandrayaan-3 : দক্ষিণ আফ্রিকা সফরে প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি ইসরোর সাথে মাহেন্দ্রখনের সাক্ষী থাকছেন প্রধানমন্ত্রী - West Bengal News 24

১৫ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন প্রধানমন্ত্রী। সেই জোহানেসবার্গ থেকেই ভার্চুয়ালি এই ল্যান্ডিং প্রক্রিয়া দেখতে ইসরোর সঙ্গে যুক্ত হবেন মোদি৷ বুধবার সন্ধ্যায় তিনি জোহানেসবার্গে বাণিজ্য সম্মেলনে ভাষণ দেবেন , তার পর কথা বলেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে৷

২০১৯ সালে ৭ সেপ্টেম্বর চন্দ্রযান ২ চাঁদের মাটি ছুঁয়ে ব্যর্থ হয়৷ সেই অভিযানের ব্যর্থতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন , দেশের মানুষের হতাশার কোনও কারণ নেই যে কেন চন্দ্রযান চাঁদের মাটি ছুঁতে পারল না৷

তিনি বলেছিলেন, ‘আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নেব, এগিয়ে যাব যতদিন সাফল্য ধরা দেয়৷’ সিএসআইআর-এর সদর দফতরে একটি কেন্দ্রীয় স্তরের স্ক্রিনিং আয়োজন করা হবে বলে খবর৷ সেখানে উপস্থিত থাকবেন মহাকাশ গবেষণা মন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং , বেশ কয়েজন সচিব স্তরের আমলা উপস্থিত থাকবেন৷

গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল তৃতীয় চন্দ্রযান। ইসরোর মহাবলী মার্ক-৩ রকেটে চেপে কক্ষপথে পাড়ি দেয় মহাকাশ যানটি। এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটারের যাত্রাপথের প্রতিটি ধাপ সে সফলভাবে পেরিয়েছে। ৫ ই আগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান।

১৯ আগস্ট মূল যান থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রপৃষ্ঠের দিকে রওনা দিয়েছে ল্যান্ডার বিক্রম। পেটে রোভার প্রজ্ঞানকে নিয়ে আপাতত অত্যন্ত জটিল প্রক্রিয়া চালাচ্ছে যানটি। তবে, চাঁদে সফট ল্যান্ডিংয়ে আদৌ সফল হবে কি না ল্যান্ডার বিক্রম, তা স্পষ্ট হবে আতঙ্কের সেই বিশ মিনিট কাটলে। অবতরণের শেষ ২০ মিনিট নিয়েই ইসরোর আশঙ্কার অন্ত নেই।

আরও পড়ুন ::

Back to top button