কলকাতা

চলছে ট্রায়াল রান – রুবি থেকে বেলেঘাটা মেট্রো পরিষেবা চালু কবে ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চলছে ট্রায়াল রান - রুবি থেকে বেলেঘাটা মেট্রো পরিষেবা চালু কবে ?

দ্বিতীয় ধাপ হিসাবে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করতে চলেছে কলকাতা মেট্রো। উল্লেখ্য , কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়) পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে মাস খানেক আগে। এই পথের দৈর্ঘ্য প্রায় ৫.৪ কিলোমিটার।

সূত্রের খবর , হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৩৯ কিলোমিটার এই পথে রয়েছে চারটি স্টেশন। রয়েছে ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুন সেনগুপ্ত এবং বেলেঘাটা।

প্রসঙ্গত, বেলেঘাটা স্টেশনের সামনে কাজের জন্য ট্র্যাফিক ব্লক নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। তা নিয়ে মেট্রো-রাজ্য টানাপোড়েনও চলেছে দীর্ঘদিন থেকে। তবে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা কবে পাওয়া যাবে তা এখনও পরিষ্কার নয়।

আপ এবং ডাউনলাইনে রেকটি চালিয়ে দেখে নেওয়া হল কোথাও কোনও ত্রুটি রয়ে গিয়েছে কিনা। অন্যদিকে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা জনসাধারণের কবে থেকে পাবে তাও এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

আরও পড়ুন ::

Back to top button