ঝাড়গ্রাম

ইউনিফর্ম সিভিল কোড প্রত্যাহারের দাবিতে আদিবাসী ভূমিজদের সাংবাদিক বৈঠক

স্বপ্নীল মজুমদার

ইউনিফর্ম সিভিল কোড প্রত্যাহারের দাবিতে আদিবাসী ভূমিজদের সাংবাদিক বৈঠক

কেন্দ্র সরকারের ইউনিফর্ম সিভিল কোড লাঘুর চেষ্টার তীব্র বিরোধিতা করবেন আদিবাসী ভূমিজরা। তাঁদের দাবি, ওই বিল পাশ হলে আদিবাসীদের অস্তিত্ব ধ্বংস হবে।

সোমবার বিকেলে ঝাড়গ্রাম শহরের একটি অতিথিশালায় সংগঠনের ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের নেতারা সাংবাদিক বৈঠক করেন। সেখানে সংগঠনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক নিত্যলাল সিং বলেন, ওই কালা কানুন প্রত্যাহারের দাবিতে তাঁরা পথে নামবেন।

এছাড়াও আদিবাসীদের জন্য পৃথক ধর্মকোডের বিষয়ে কেন্দ্রের গড়িমসির সমালোচনা করেন ভূমিজ নেতারা। এছাড়াও বনাধিকার আইন-২০০৬ এর সংশোধনের মাধ্যমে ২০২৩ এর যে আইন করা হয়েছে সেই আইনটি অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছেন ভূমিজরা।

তাঁদের অভিযোগ, ওই আইনের ফলে আদিবাসীরা চিরাচরিত জল-জঙ্গল-জমির অধিকার হারাবেন। এদিন ভূমিজ নেতারা ঘোষণা করেন, আগামী ৫ মে বেলপাহাড়িতে ভূমিজ বিদ্রোহের মহানায়ক শহিদ গঙ্গানারায়ণ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান হবে।

আরও পড়ুন ::

Back to top button