ঝাড়গ্রাম

সাঁকরাইলে সিপিএমের ঘর ভাঙল তৃণমূল, পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সহ ছ’টি পরিবারের দলবদল

স্বপ্নীল মজুমদার

সাঁকরাইলে সিপিএমের ঘর ভাঙল তৃণমূল, পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সহ ছ’টি পরিবারের দলবদল

লোকসভা নির্বাচনের আগে এবার সিপিএমের ঘর ভাঙার দাবি করল তৃণমূল। রবিবার বিকেলে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ধানঘোরি অঞ্চলের ছোলাখালি বুথে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে মিছিল ও পথসভা হয়।

প্রার্থী না থাকলেও ওই কর্মসূচির নেতৃত্বে ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার দলীয় পর্যবেক্ষক তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো। এছাড়াও ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউত, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অঞ্জলি রায় দলুই, ব্লক যুব সভাপতি ললিত মাহাতো।

গত বছর পঞ্চায়েত নির্বাচনে ছোলাখালি বুথে সিপিএমের প্রার্থী হয়ে যান গঙ্গাধর বেরা। এদিন গঙ্গাধর সহ এলাকার ছ’টি সিপিএম সমর্থক পরিবারের ৩৫ জন তৃণমূলে যোগ দিয়েছিন। গঙ্গাধর সহ প্রত্যেকের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অজিত।

এদিন পথসভায় অজিত বলেন, ‘‘জাত পাতের ভাগাভাগি করে বিজেপি জঙ্গলমহলের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। ওদের সর্বশক্তি দিয়ে হারাতে হবে।’’

আরও পড়ুন ::

Back to top button