ঝাড়গ্রাম

ভোটের লিড ধরে রাখতে পর্যালেচনা বৈঠকে কড়া বার্তা মন্ত্রী মানসের

স্বপ্নীল মজুমদার

ভোটের লিড ধরে রাখতে পর্যালেচনা বৈঠকে কড়া বার্তা মন্ত্রী মানসের

নিজের এলাকায় লিড ধরে রাখতে না পারলে হারাতে হতে পারে পদ। রবিবার ঝাড়গ্রাম সংসদীয় নির্বাচনী কমিটির পর্যালোচনা বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ঝাড়গ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।

এদিন দুপুরে ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে ওই বৈঠক ডাকা হয়েছিল। কমিটির ৫৬ জন সদস্যের মধ্যে বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। ছিলেন কমিটির চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, মন্ত্রী বিরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু, জেলা সাধারণ সম্পাদক অজিত মাহাতো, শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালা প্রমুখ।

কিভাবে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের প্রচার আরও জোরদার করা হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বুথে বুথে জোরদার প্রচারের নির্দেশ দেন মানস। মানস জানিয়ে দেন, নিজের বুথে এবং বিধানসভায় ভোটের লিডের উপর দলের নেতা-নেত্রী ও জনপ্রতিনিধিদের ভবিষ্যৎ নির্ভর করছে। লিড ধরে রাখতে না পারলে পদ হারাতে হতে পারে বলে সতর্ক করে দেন মানস।

আরও পড়ুন ::

Back to top button