ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলায় মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী সভা, ড্রোন দিয়ে মাঠ পর্যবেক্ষণ করল পুলিশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ঝাড়গ্রাম জেলায় মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী সভা, ড্রোন দিয়ে মাঠ পর্যবেক্ষণ করল পুলিশ

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে ঝাড়গ্রাম জেলায় প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু জানিয়েছেন, ১৬ মে ঝাড়গ্রাম বিধানসভার লালগড়ের ফুটবল মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।

পরদিন ১৭ মে গোপীবল্লভপুর বিধানসভার গজাশিমূল মাঠে মুখ্যমন্ত্রীর সভা করার কথা। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরের আগে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ঝাড়গ্রামের এসডিপিও সামিম বিশ্বাস ও লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ড্রোন উড়িয়ে লালগড়ের মাঠ ও আশেপাশের এলাকায় নজরদারি চালানো হয়।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, এখনও আমাদের কাছে চূড়ান্ত দিনক্ষণ আসেনি। তবে সম্ভাব্য দিন ধরে ভিভিআইপি নিরাপত্তার বিষয়টি এবং পুলিশ মোতায়েন কোথায় কিভাবে হবে সে সবের জন্য ড্রোন উড়িয়ে আকাশ পথ থেকে মাঠটি পর্যবেক্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত এর আগে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত গড়বেতা বিধানসভায় নির্বাচনী প্রচারসভা করেছেন মুখ্যমন্ত্রী। এবার গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম বিধানসভাতেও মুখ্যমন্ত্রী সভা করবেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওই তিনটি বিধানসভায় পিছিয়ে ছিল তৃণমূল।

আরও পড়ুন ::

Back to top button