Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পশ্চিম মেদিনীপুর

মদ খাওয়ার জন্য পরিবারে একঘরে, অভিমানে আত্মঘাতী বৃদ্ধ

স্বপ্নীল মজুমদার

keshiary paschim medinipur : মদ খাওয়ার জন্য পরিবারে একঘরে, অভিমানে আত্মঘাতী বৃদ্ধ - West Bengal News 24

প্রচুর মদ্যপান করতেন। তাই দুই ছেলে ও পরিবারের সদস্যরা এড়িয়ে চলায় অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ।

মৃতের নাম দশরথ হাঁসদা (৬০)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানা কুড়িয়াবাড় গ্রামে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দশরথ প্রচুর মদ্যপান করতেন। তাই নিয়ে পরিবারে অশান্তি হত। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলতেন না। দশরথের দুই ছেলে। পরিবারের সদস্যদের অনুমান, অভিমান থেকেই শুক্রবার বিকেলে তিনি কীটনাশক খেয়ে নেন।

এরপর পরিবারের সদস্যরা তাঁকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় দশরথের মৃত্যু হয়।

মৃতের ভাইপো পিতর হাঁসদা বলেন, পরিবারের সদস্যরা জেঠুর সঙ্গে বিশেষ কথা বলতেন না। সেই অভিমান থেকেই তিনি বিষ খেয়ে নেন।

আরও পড়ুন ::

Back to top button