প্রযুক্তি

লক্ষ লক্ষ বছর ধরে কিভাবে তৈরি হয়েছে চাঁদের ভূমি? খুঁটিয়ে পরীক্ষা করে তথ্য পাঠাবে প্রজ্ঞান রোভার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Chandrayaan-3 : লক্ষ লক্ষ বছর ধরে কিভাবে তৈরি হয়েছে চাঁদের ভূমি? খুঁটিয়ে পরীক্ষা করে তথ্য পাঠাবে প্রজ্ঞান রোভার - West Bengal News 24

চাঁদের মাটিতে চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। চাঁদের জমিতে নেমে কী কী করবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান ? ইসরোর টার্গেট কী ? দেখুন ।

রোভারের সঙ্গে থাকবে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে সে। চাঁদের মাটিতে প্রজ্ঞান এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্য সংগ্রহ করবে , তার সব কিছুই ল্যান্ডার বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে।

লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের ভূমিরূপ কীভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের জমি তৈরি, তা খতিয়ে দেখে বার্তা পাঠাবে প্রজ্ঞান।

আগামী দু’সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু রয়েছে তা খুঁটিয়ে পর্যবেক্ষণ করে তথ্য পাঠাবে রোভার। এই সমস্ত পরীক্ষাগুলি করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি।

আরও পড়ুন ::

Back to top button