কলকাতা
হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার ছাত্রীর দেহ
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য।
দিনে দিনে মোড় ঘুরছে ঘটনায়। তার মধ্যেই ফের রহস্যজনক পড়ুয়া মৃত্যু শহরে। বৃহস্পতিবার সকালে এসএসকেএম-এর হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রীর দেহ। জানা গিয়েছে ওই ছাত্রী নার্সিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। থাকতেন লিটন হস্টেলে।
সূত্রের খবর, বৃহস্পতির সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আচমকা হস্টেলের শৌচাগার থেকে তাঁকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, উদ্ধারের সময় যাঁরা উপস্থিত ছিলেন ঘটনাস্থলে তাঁরা জনিয়েছেন, ওই ছাত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন।
তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ কী? তা জানা যায়নি এখনও। ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে।
সুত্র: আজকাল